দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা এলাকায় তৃণমূল ও আর এস পি ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৫ টি পরিবার
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: এলাকায় কোন রকম উন্নতি না হওয়ায় তৃনমুল কংগ্রেস ও আর এস পি ছেড়ে বিজেপি তে যোগদান করে প্রায় ২৫টি পরিবার।দলিয় পতাকা যোগদান কারি দের হাতে তুলেদেন সাংসদ সুকান্ত মজুমদার।ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধান সভারমনিপুর,ও মারগ্রামের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, মন্ডল সভাপতি সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব বর্গ।।
যোগদান কারিরা জানান,নরেন্দ্র মোদি দেশের জন্য জেভাবে কাজ করছে এবং দেশে প্রতিটি গ্রামের রাস্তা থেকে শুরু করে গরিব মানুষের জন্য কাজ করছেন,তাতে অনুপ্রানিত হয়ে আজ বিজেপি দলে যোগ দান।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানান, বিজেপি শাসিত রাজ্য গুলিতে প্রধান মন্ত্রী জেভাবে উন্নতি করছে এবং মুখ্য মন্ত্রীর ভাইদের অত্যাচার সহ্য করতে না পারায় এলাকার ২৫টি পরিবারের হাতে দলিয় পতাকা তুলে তাদের বিজেপিতে নেওয়া হয়েছে।
No comments