শিলিগুড়ি মহকুমার বিধাননগরে লকডাউনে তৎপর পুলিশ, গ্রেফতার ৬
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন আজ।লকডাউন সফল এদিন সকাল থেকেই তৎপর পুলিশ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের সমস্ত দোকান পাট ছিল বন্ধ। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর পুলিশ। এবং যারা বাড়ির বাইরে বের হচ্ছে তাদের প্রত্যেকে কিন্তু দাঁড় করিয়ে জিজ্ঞেসা বাদ করা হয়। এরপর বাইরে বেরোনোর কোন সঠিক উত্তর না পারলে তাদের আটক করা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এদিন লকডাউন অমান্যকারী ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা করা হবে। এবং বিধাননগর থানার পুলিশ সকলকে লকডাউন মেনে চলার জন্য অনুরোধ করেন।
No comments