শিলিগুড়িতে রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বিদ্যানগর কলোনি এলাকার বেহাল রাস্তা। এরই প্রতিবাদে চম্পাসারিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। যদিও স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। এবং অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকে। যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হলেও কোন লাভ হয়নি। সেই জন্য এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা। প্রধাননগর থানার আইসি এর আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এর পাশাপাশি স্থানীয়রা জানিয়েছেন যে যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয় তাহলে বৃহত্তর আন্দলন নামবেন।
No comments