শিলিগুড়ি মহকুমার বিধাননগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক যুবক
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ধৃত যুবকের নাম উদিত নাগ (২৩)। সে মতিধর চা বাগানের বেল লাইনের বাসিন্দা। জানা গিয়েছে শনিবার রাতে যখন ওই গৃহবধূর বাড়িতে কেউ ছিল না। তখন ওই যুবক বাড়িতে ঢুকে পড়ে এবং ধর্ষণের চেষ্টা করেন। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে গোটা ঘটনা খুলে বলে। এরপর রবিবার গৃহবধূর পরিবারের তরফে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবককে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
No comments