একাধিক দাবি নিয়ে বোলপুর-শ্রীনিকেতন ব্লক অফিসে বিক্ষোভ করে স্মারকলিপি রেশন ডিলারদের
রোহিত সেখ,নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: বোলপুর-শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত যে সমস্ত রেশন ডিলার রয়েছেন তারা কুড়ি দফা দাবি নিয়ে সোমবার বোলপুর ব্লক থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালেন ও স্মারকলিপি জমা দিলেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। রেশন ডিলার দের ২০ দফা দাবি গুলির মধ্যে অন্যতম হল তাদের বকেয়া যে টাকা বাকি রয়েছে তা অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করতে হবে, রেশন ডিলার দের সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা, রেশন সামগ্রী নিয়ে আসার জন্য তাদের পরিবহন ভাড়া দিতে হবে,বিভিন্ন ক্ষেত্রে রেশন ডিলার দের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠে আসছে তার সত্যতা যাচাই করার পর ব্যবস্থা নিতে হবে। করণা আবহের মধ্যে বিভিন্ন জায়গায় রেশন ডিলার দের বিরুদ্ধে সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠেছে, সেই পরিপ্রেক্ষিতে বেশকিছু রেশন ডিলার কে সাসপেন্ড ও বরখাস্ত করা হয়েছে। এই বিষয়গুলোতে প্রশাসনকে সংবেদনশীল হওয়ার আবেদন জানান রেশন ডিলার। এই সমস্ত বিষয়ে দাবি জানিয়ে দিন বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি জমা দেওয়া হয় বোলপুর-শ্রীনিকেতন ব্লকে। বিডিও শেখর সাই জানিয়েছেন, ডিলারদের স্মারকলিপি পেয়েছি। উপরমহলে জানিয়ে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
No comments