Recent comments

ads header

Breaking News

সরকারি জমিতে রিসোর্ট, প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মাপ করে ধরা পড়ল রিসোর্ট মালিকের জমি চুরি

রোহিত সেখ, কীর্ণাহার, বীরভূম:
সরকারি জমিতে রিসোর্ট তৈরির অভিযোগ প্রশাসনের আধিকারিকরা গিয়ে মাপ যোগ করার পর প্রায় রিসোর্টের অর্ধেক অংশ সরকারি জমির ওপর গড়ে উঠেছে সেটারই অপর মাপ যোগ করে দাগ দিয়ে দিলেন। রিসোর্ট মালিকের বক্তব্য তিন চার মাপ হয়েছে আইন অনুযায়ী যেটা হয়েছে সেটাই আমরা মেনে নেব। অভিযোগ শান্তিনিকেতন থানার রুপ পুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গায় সরকারি সেচ খেলেন বুঝিয়ে রিসোর্ট তৈরি অভিযোগ উঠেছিল তন্ময় ঘোষ নামে রিসোর্ট নির্মাণকারীর মালিকের বিরুদ্ধে এ নিয়ে আদিবাসী লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে পরে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করে। প্রশাসনের লোকজন গিয়ে নির্মাণকারী রিসোর্টে নোটিশ পাঠানোর পর এদিন গিয়ে মাপ যোগ করার পর রিসোর্টের প্রায় অর্ধেক অংশ সরকারি জমির ওপর গড়ে ওঠেছে সেটার ওপর দাগ দিয়ে উপরমহলে জানাবেন বলে জানিয়েছেন বোলপুরের ভূমি ও রাজস্ব আধিকারিক সঞ্জয় রায়। পাল্টা রিসোর্ট মালিকের অভিযোগ ছিল ওই এলাকারই কিছু আদিবাসী যুবক তার কাছ থেকে তিন লক্ষ টাকার কাটমানি  চাওয়ার অভিযোগ করেছিলেন। এদিন তিনি বলেন সরকারিভাবে আইন অনুযায়ী যেটা হবে সেটাই মেনে নেব আগেও তিন-চারবার এভাবে মাপ হয়েছে।

No comments