শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম দেবানন্দ যোশী (৫২)। সে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির গঙ্গানগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ব্যক্তির কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। তবে ওই ব্যক্তি কোথা থেকে আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্যে নিয়ে এসেছে তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
No comments