সল্টলেকে তথ্যপ্রযুক্তি কর্মীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ফের সল্টলেক সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত যুবকের নাম বাবু হালদার বাড়ি নারায়ণপুর এলাকায়। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর , গতকাল রাত সাতটা নাগাদ দুই তরুণী আইটি কর্মী সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের পিছনে এক যুবক মদ্যপ অবস্থায় তাদের দেখে টোন টিটকারি করতে থাকে। নানা অশালীন অঙ্গিভঙ্গি দেখাতে থাকে। তার প্রতিবাদ করলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।দুজনে চিৎকার শুরু করলে টহলদারী পুলিশ গাড়ি এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হয়।
No comments