বারাসাতে এক নার্সিংহোম ও পলিক্লিনিকের বিরুদ্ধে বেআইনি বিল্ডিং তোলার অভিযোগ, তদন্তে বারাসাত পুরসভা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বেআইনিভাবে বারাসাতের এক পলিক্লিনিক (স্পেশালিস্ট )এবং একই মালিকানাভুক্ত নার্সিংহোম (কেয়ার এন্ড কিওরের )নির্মাণ সম্প্রসারণ করা হয়েছে। এমনটাই অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ওই অভিযোগের তদন্তে আসেন বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অরুন ভৌমিক। তার সঙ্গে ছিলেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররাও।
জানা গেছে বারাসাত নবপল্লীর স্পেশালিস্ট এবং কেয়ার এন্ড কিওরের বিল্ডিং পরিদর্শন করে বেশ কিছু অসঙ্গতিও পান পুরসভার কর্তারা। এবিষয়ে বিস্তারিত রিপোর্ট তারা পুরসভায় জমা দেবেন বলেই জানা গেছে। বারাসাত পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অরুণ ভৌমিক জানান প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মিলেছে।যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানান বারাসাত নবপল্লীর স্পেশালিস্ট এবং কেয়ার এন্ড কিওরের কর্ণধার ডাঃ তপনজ্যোতি ব্যানার্জি।
No comments