হাবরায় স্ত্রীকে মারধোরের অভিযোগে স্বামী সহ গ্রেফতার চার
হাবড়া থানার পুলিশ সংহতি এলাকা থেকে চার ব্যাক্তিকে গ্রেপ্তার করে। জানা যায়, ২৬ বছর বয়েসী মছলন্দপুরের বাসিন্দা মামনি বারুইয়ের সঙ্গে ১১ বছর আগে বিয়ে হয় সংঘতির বাসিন্দা সুব্রত বারুইয়ের। সাথে মামনির দুটি সন্তান আছে। স্বামী সুব্রত বারুই কজের সুবাদে বাইরে থাকেন। অভিযোগ, সুব্রত বারুই বাইরে বিভিন্ন মহিলাদের নিয়ে নাচ গান করেন। আর এই সুত্রে এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগে থাকতো বলে জানা যায়। গতকাল সুব্রত বারুই বাড়ি এসে মাওমনির সঙ্গে অশান্তি বাধে। তারপর তার স্বামী এবং তার বন্ধুরা মিলে মামনিকে বাপক মারধর করে বলে অভিযোগ। সেই সময় মামনি চিত্কার করলে আশেপাশের লোকজন ঠেকাতে এলে তাদের কেও বাশ লোহার রড দিয়ে মারধর করে সুব্রত। এমনটা জানা গিয়েছে স্থানীয় সুত্রে। এমনকি মামনিকে বাড়ি থেকে চলে যেতে বলে বলেও অভিযোগ এর পর মা মনি হাবরা থানায় ফোন করে সব ঘটনা জানালে হাবরা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত সুব্রত বারুই সহ তার সাগরেদ চার ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
No comments