Recent comments

ads header

Breaking News

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রামের পুজো

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে ৫ অগস্ট রাজ্যে লকডাউনের দিন পরিবর্তনের আর্জি আগেই জানিয়েছিল বিজেপি।কিন্তু তিন তিনবার সাপ্তাহিক লকডাউনের তারিখ পাল্টালেও তৃনমুল নেত্রী ৫ তারিখ লকডাউন বজায় রাখায় ক্ষুদ্ধ বালুরঘাটের বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদার। আজ বালুরঘাট সহ দক্ষিন দিনাজপুর জেলায় রাম মন্দির পুজোকে ঘিরে বিজেপি দলের নানান জায়গায়  পুজো ও অনান্য অনুষ্ঠান শান্তিতে  বিজেপি দলের পক্ষ থেকে পালিত হলেও বেশ কিছু জায়গায়  লকডাউন চলায় জমায়েতে পুলিশ গিয়ে বাধা দেবার চেষ্টা করে বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ। এরপরেই তিনি  তৃনমুল নেত্রীর কড়া সমালোচনা করে বলেন আমরা এই লকডাউন না ভেংগে নিজ নিজ ভাবে মন্দিরে মন্দিরে এই পুন্য লগ্নে পুজো করেছি।কিন্তু উনি জেহাদী পুলিশ দিয়ে বেশ কিছু জায়গায় এই পুজো অর্চায় বন্ধ করার চেষ্টা চালিয়েছিলেন।কিন্তু মানুষের আবেগের সামনে পুলিশকে পিছু হটতে হয়েছে সেসব জায়গায়। তিনি  তৃনমুল নেত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ জানিয়ে বলেন  হিন্দুদের আজকের আবেগকে দমানোর চেষ্টা চালাচ্ছেন। এর জবাব উনাকে  আগামী ভোটে মানুষ দেবে বলেই তিনি মন্তব্য করেন।

No comments