Recent comments

ads header

Breaking News

রাজ্যের ঘোষিত চতুর্থ লকডাউনে জনজীবন স্তব্ধ দক্ষিণ দিনাজপুর জেলায়

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  আনলক ৩ চালুর পর আজ ফের কড়া সাপ্তাহিক লকডাউন শুরু দক্ষিন দিনাজপুর জেলায়। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী গোটা রাজ্যে পুনরায় ৫,৮, ২০,২১,২৭,২৮,৩১ পর্যন্ত নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় সকাল থেকেই  প্রায় সব বন্ধ । রাস্তা ছিল জনমানবহীন। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না। বন্ধ দোকান-পাঠ থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলো।দোকান, হোটেল,বাজার, যান চলাচল সম্পূর্ণরূপে লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য কিছু প্রশাসনিক ভবন, ওষুধের দোকান, নার্সিং হোম, অ্যাম্বুলেন্সকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।বলতে গেলে সকাল থেকেই মানুষ ঘরে বসে রয়েছে। মহামারীকে রুখতেই সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়েই মানুষ যথাযথ পালন করছে।যদিও পুলিশ প্রশাসন থেকে রাস্তার প্রতিটি মোড়ে রাখা হয়েছে পুলিশ কর্মীদের।

যদিও সকাল পর্যন্ত লকডাউন কড়া ভাবেই চলছে তবে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজার সময় যতই এগিয়ে আসবে ততই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই নজর প্রশাসনের একটি অংশের।

No comments