শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৪৫০ জন
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরে দলবদলে প্রক্রিয়া অব্যাহত। এদিন বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাটিয়া গছ গ্রামে প্রায় ৪৫০ জন মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নতুন দের হাতে দলীয় পতাকা তুলে দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়া ব্লক ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধান নগর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুজয় মজুমদার, অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সরকার,যুবনেতা সুমিত দাস, ভাস্কর শীল শর্মা ,গৌতম ঘোষ ছাত্রনেতা শিতম পাল এবং অন্যান্যরা। এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে হয়ে এদিন ৪৫০ জন আমাদের দলে যোগদান করলেন। কারণ তারা বুঝতে পেরেছে যে উন্নয়নের কান্ডারি একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আগামী দিনে আরও অনেকেই আমাদের দলে যোগদান করবে।
No comments