শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে মাছ বোঝাই পিকআপ ভ্যান
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল মাছ বোঝাই পিকআপ ভ্যান। যদিও এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল চালক। জানা গিয়েছে যে এদিন মাছ বোঝাই পিকআপ ভ্যানটি বালুরঘাট থেকে ফালাকাটার ছয়মাইল এলাকায় যাচ্ছিল। এরপর বিধাননগর এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর একটি গাড়িকে ওভারটেক করছিল পিক আপ ভ্যানটি। এরপর অন্য আরেকটি গাড়ি ওই পিকআপ ভ্যানটিকে চেপে দেয়। এবং তখন পিকআপ ভ্যানটি স্বজরে ব্রেক চাপেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে থাকা ১০ চাকা লড়ির পেছনে ধাক্কা মারে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ।
No comments