শিলিগুড়ির সন্তোষী নগরে উদ্ধার বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী মনিটর লিজার্ড
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শনিবার গভীর রাতে শহর শিলিগুড়ির সন্তোষী নগর এলাকায় উদ্ধার বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী মনিটর লিজার্ড। জানা গিয়েছে যে স্থানীয়রা প্রথমে ওই প্রাণীটিকে দেখতে পান। এর পরেই গোটা এলাকায় হইচই পড়ে যায়। এবং তরীঘরী স্থানীয় খবর দেন বনদপ্তরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সারুগারা রেঞ্জের রেঞ্জার ও বনকর্মীরা। এরপর বনকর্মীরা ওই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে ওই প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
No comments