শিলিগুড়ি মহকুমার বিধাননগরে লকডাউন সফল করতে তৎপর পুলিশ, গ্রেফতার ৭
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
আগস্ট মাসের সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে লকডাউন সফল করতে তৎপর বিধাননগর থানার পুলিশ। এদিন সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় পুলিশ। এবং বিভিন্ন মোড়ে মোড়ে ছিল পুলিশি পাহারা। এর পাশাপাশি যারা বাইরে বের হচ্ছে তাদের প্রত্যেকে কিন্তু জিজ্ঞেসা করা হচ্ছে কেন তারা বাইরে বেরিয়েছেন। এবং যারা অযথা মোটরবাইক চারচাকা গাড়ি করে যারা রাস্তায় বেরিয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন পুলিশ। জানা গিয়েছে যে এখনও পর্যন্ত লকডাউন অমান্যকারী সাতজনকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা করা হবে। এবং সকলে বাড়িতে থানার অনুরোধ করেন বিধাননগর থানার পুলিশ।
No comments