ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়নের উদ্যোগে পাঁশকুড়া বিধানসভার নারায়ণ পাকুড়িয়া গ্ৰাম সহ আরো কয়েকটি গ্ৰাম মিলিয়ে দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রবিবার পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত নারায়ণ পাকুড়িয়া গ্ৰামসহ আরো কয়েকটি গ্ৰাম মিলিয়ে ১০০ দুঃস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে এবং স্যানিটাইজার ও মাস্ক। এগুলি তুলে দেওয়া হয় তমলুক সাংগঠনিক জেলার BJMTU বা ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়নের সভাপতি কাজল আলি।
এছাড়া এদিন সভাপতি কাজল আলি হাত ধরে নারায়ণ-পাকুড়িয়া গ্ৰামের বিভিন্ন দল থেকে আসা ১৩০ জন কর্মী সমর্থক এদিন ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়নে যোগদান করেন।এদিন শ্রমিক সংগঠনের দলীয় পতাকা তুলে দেন কাজল বাবু।কাজল বাবু জানান,লকডাউন পরবর্তী সময় থেকেই জেলার বিভিন্ব ব্লকে দুঃস্থও অসহায় মানুষের পাশে থেকে সহায়তাদান করে আসছেন এবং আগামীদিন মানুষের পাশে থাকবেন বি জে এম টি ইউ নেতা রাকেশ সিং এর নেতৃত্বে।
No comments