বুনিয়াদপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন সায়ন্তন বসু
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
বাংলার মানুষকে মৃত্যুর খাদে দাঁড় করানোর জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। বুনিয়াদপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক ভাষায় অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু এই দিন করোনার তথ্য গোপন থেকে শুরু করে আম্ফানের টাকা লুট এই ধরনের একাধিক অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।
এছাড়াও সায়ন্তন বসু এইদিন অভিযোগ করে বলেন করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার যে টাকা দিয়েছেন তাও তছরুপ করা হয়েছে, তার হিসাব দিতে হবে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন সহ জেলার এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা।
No comments