কোলাঘাট রবীন্দ্র ভবনে পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান। এই বিশেষ দিনটি সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়,তার পাশাপাশি প্রতিটি দেশের আদিবাসী সমাজের ন্যায্য দাবী দাওয়া আদায়ের দাবীও করা হয় এদিন।তবে রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিশেষদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো।এদিন কোলাঘাট রবীন্দ্র ভবনে দিনটি পালন করা হয়।প্রথমে জাতীয় পতাকা ও আদিবাসী সমাজের নিজস্ব পতাকা তোলা হয়।এরপর এই বিশেষ দিনের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি চলে ধামসা মাদল নিয়ে আদিবাসী নৃত্য ও গান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহসভাপতি রাজকুমার কুন্ডু,কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ,বীটহাউস থানার আই সি এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্বরা।
No comments