Recent comments

ads header

Breaking News

জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির এর সহযোগিতায় ছিলেন পূর্ব বর্ধমান জেলার গোলসি ২ নম্বর ব্লক জয় হিন্দ  বাহিনী কমিটি। খণ্ডঘোষ বিধানসভার গোলসি ২ নম্বর ব্লকের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে উক্ত রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা বিধি মেনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, গোলসি মজিদপুর অঞ্চলের, বোমপুর গ্রামের আই সি ডি এস এর হলে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, "লকডাউন পরিস্থিতিতে মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছেন,সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা মানুষের পাশে আছি যাতে মানুষের শঙ্কা দূর হয় এবং রক্তের যে সংকট সেই সংকট মেটাতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এখানেও জয় হিন্দ বাহিনীর সভাপতি উদ্যোগে আজ এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। জয় হিন্দ বাহিনীর ব্যানারে খণ্ডঘোষ বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির করেছি এবং করছি। তিনি আরও বলেন একজন রক্তদাতা ব্যক্তি কিভাবে সমাজের অন্যান্যদের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে সে বিষয়টি সবার সামনে তুলে ধরা এবং রক্তের সংকট দূর করাই আমাদের মূল লক্ষ্য"।

No comments