প্রবল নিম্নচাপের কারণে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
নিম্নচাপের কারনে সকাল থেকে জেলা জুড়ে ঘন অন্ধকারে ঢাকা পড়েছে সাথে বৃষ্টি হয়ে চলেছে।আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টা নিম্নচাপের কারনে কলকাতার পাশাপাশি দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সেই কারনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। যাতে মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে মাছ ধরতে না যায়। যারা গিয়েছে তারা যেন ফিরে আসে। নিম্নচাপের কারনে সকাল থেকে বৃষ্টি আর পূর্নিমার জোয়ারে সমুদ্রের জল বেড়ে গিয়েছে। সমুদ্রতটে যেন পর্যটকরা না যায় এবং সমুদ্র স্নানে যেন না নামে সেদিকে কড়া নজদারিতে রয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি কাঁথি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সৈকত এলাকা জুড়ে চলছে মাইকিং। তৈরি রয়েছে লুনিয়ারাও। "দিঘার মোহনা ফিস এন্ড ফিস ট্রেডার্স পক্ষে সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, "প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানিয়েছে। আমরা ওই বার্তা ট্রলার গুলিকে ওয়ারলেসের মাধ্যমে জানিয়েছি। অনেক ট্রলার ফিরে এসেছে। বাকি কিছু আছে ওরাও ফিরে আসবে।"
এই বিষয়ে রামনগরের বিধায়ক তথা দিঘা উন্নয়ন পর্ষদের সহ সভাপতি বলেন, "মহকুমা প্রশাসন আগেই সতর্ক করেছে। মাইকের মাধ্যমে সমগ্র উপকূল জুড়ে প্রচার চলছে। আমরা সব জন প্রতিনিধি ও জেলা প্রশাসন সতর্ক আছি।"
No comments