Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৫৫, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮১ জন, মৃত ৯

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  সোমবারের পর মঙ্গলবার দক্ষিন দিনাজপুর জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে মিলল করোনার হদিশ। ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫৫। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট শহর ও শহরতলির ৬ জন এবং বাকি ১১ জন হরিরামপুর ব্লকের।তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সোমবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ১৭ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।

No comments