কোলাঘাট বাজারে বাইক দুর্ঘটনায় মৃত ১, আহত ১
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা আবহে রাস্তা ঘাট শুনশান। বাইক রেস চলছে গ্রামীণ রাস্তায় । যার জেরে তরতাজা যুবকের দিতে হলো প্রাণ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট বাজার সংলগ্ন জয় জয় ক্লাবের সামনে মোটর বাইকের দুর্ঘটনায় কবলে পরে। ঘটনাস্থলেই প্রাণ যায় এক যুবকের। গুরুতর আহত আরেক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান যে বাড় বড়িশা গ্রামের যুবক কৌস্তভ দত্ত(পিকু) ও কোলাঘাট রুপনারায়ন পল্লীর সুমন কুমার মাইতি দুইজনের হেলমেটবিহীন ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান বাড় বড়িশা গ্রামের যুবক কৌস্তভ দত্ত। গুরুতর আহত হয় রূপনারায়ণ পল্লীর যুবক সুমন মাইতি। প্রত্যক্ষদর্শীরা জানান যে করোনা আবহে রাস্তাঘাটে মানুষজন কম বেড়াচ্ছে। শুনশান রাস্তায় চলছে গাড়ির রেস। এলাকাবাসীর অভিযোগ যে কিছু কিছু যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়ছে।
No comments