শিলিগুড়ি মহকুমার বিজলিমুণিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিজলিমুণিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম রাজেষ কুমার সিং। সে বিজলিমুণি কমলা বাগান এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন দুপুরে ওই যুবক বাড়িতে খাবার খেয়ে বাড়ির পাশেই মাছ ধরে যায়। এরপর সেখানে জলের মধ্যে পড়ে থাকতে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। এই দেখে তরীঘরী খবর দেন ওই যুবকের বাড়িতে। এবং বাড়ির লোকজন খবর দেয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গের ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। যদিও পরিবার সূত্রে জানা যায় গিয়েছে যে ওই যুবকের মৃগী রোগ ছিল। এবং মাছ ধরার সময় মৃগী হয়। সেই সময় জলে পড়ে যায় এবং মৃত্যু হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
No comments