পজিটিভ রিপোর্ট হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা দিশাহীন ভাবে হাসপাতালেই ঘুরে বেরালেন করোনা আক্রান্ত রোগী
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
করোনা আক্রান্ত রোগী পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে এলেন পজিটিভ রিপোর্ট নিতে। সেই রিপোর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের চারিদিকে। বর্তমানে বসে রয়েছেন হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের বাইরে। রাজ্যের স্বাস্থ বেবস্থার বেহাল দশার চিত্র বারবার উঠে এসেছে। আবার ও ধরা পড়লো একবার। তমলুক থানার উত্তর সাউতানচক এলাকার এক বাসিন্দা দিন দশেক আগে তমলুক এ পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। পরে তার মৃত্যু হয়। এরপর উপসর্গ থাকায় পরিবারের দুজনের নমুনা সংগ্ৰহ করা হয়। তার মধ্যে একজন এর রিপোর্ট পজিটিভ আসায় সেই মহিলা আজ পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রিপোর্ট নিতে আসেন। পজিটিভ রিপোর্ট হাতে নিয়ে প্রায় 3 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতাল চত্বরে। বর্তমানে ইমারজেন্সি ওয়ার্ড এর বাইরে বসে থাকলেও কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ফলে সঙ্করমন ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে। জেলা হাসপাতালের সুপার নিজের দায় এড়াতে ওই রোগী ও পরিবারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। অবশেষে ওই রোগীকে জানানো হয় মেচগ্রাম বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে বা ময়না তে সেফ হোম এ নিয়ে যাওয়া হবে। কিন্তু এখনো দেখা নেই এম্বুলেন্স এর। এখন প্রশ্ন উঠছে কিভাবে করোনা পজিটিভ জানার পরও একজন রোগী এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছেন অথচ হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের।
No comments