জন্মাষ্টমী উপলক্ষে শ্রী কৃষ্ণের ১০৮ টি নামে গাছ লাগানো হলো সল্টলেকের ৩৮ নাম্বার ওয়ার্ডের দত্তাবাদের বিভিন্ন জায়গায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন: জন্মাষ্টমী উপলক্ষে শ্রী কৃষ্ণের ১০৮ টি নামে গাছ লাগানো হলো সল্টলেকের ৩৮ নাম্বার ওয়ার্ডের দত্তাবাদের বিভিন্ন জায়গায়। বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তের উদ্যেগে এই গাছ লাগানো হয়।
আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সল্টলেকের বহু গাছ।তারপর গাছ লাগানোও হচ্ছে ।কিন্তু আজ জন্মাষ্টমী বড় করে অনুষ্ঠান করা যাবে না করোনার কারণে।সেই কারণে আজকের দিনটিকে একটু অন্য রকম করে পালন করলেন বিধান নগর পৌর নিগমের কাউন্সিলর নির্মল দত্ত। শ্রীকৃষ্ণের ১০৮ টি নামে ১০৮ টি গাছ লাগানো হলো সল্টলেকের দত্তাবাদ এলাকা জুড়ে।
No comments