আমডাঙ্গায় রেশন দ্রব্য কম দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আমডাঙ্গায় রেশন দ্রব্য কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে।এলাকায় চাঞ্চল্য,খবর পেয়ে ঘটনা স্থলে আসে আমডাঙা থানার পুলিশ।অভিযোগ অস্বীকার রেশন ডিলার কৃষ্ণ পদ হালদার এর।এক অভিযোগ কারীর বক্তব্য 7 টা কার্ডে 35 কিলো রেশন দ্রব্য পাওয়ার জায়গায় 25 কিলো পেয়েছে,10 কিলো কম দেওয়ার অভিযোগ ওঠে রেশন ডিলারের বিরুদ্ধে।কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলার।আমডাঙা থানার পার্শবর্তী একটি রেশন দোকানে এই ঘটনাটি ঘটে।34 নং জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হয় এই ঘটনায়।পরে অবশ্য কম দেওয়া 10 কেজি রেশন ডিলার পুনরায় দিয়েছেন বলে জানাজাচ্ছে। রেশন দোকানের সামনে 34 নং জাতীয় সড়ক,ঘটনার ফলে উত্তেজনা ছড়ায় ওই চত্ত্বরে, এর ফলে সাময়িক যানজট তৈরি হয়।পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।
No comments