দক্ষিণ দিনাজপুরের রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: করোনার গোষ্ঠী সংক্রমণ এড়াতে আজ সম্পূর্ণ লকডাউন রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলায়। জেলায় সকাল থেকেই প্রায় সব বন্ধ । রাস্তা ছিল জনমানবহীন। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না। বন্ধ দোকান-পাঠ থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলো।লকডাউন সফল করতে যথারীতি রাস্তায় নেমেছে জেলা পুলিশ। নাকা চেকিং এর পাশাপাশি জরুরি কাজে রাস্তায় না বেড়োনো মানুষ ও যানবাহন আটকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বাড়ি ফেওরত পাঠাচ্ছে পুলিশ।জেলার লকডাউনের চিত্রটা সর্বত্র এমন বলে জানা গেছে।
No comments