পূর্ব মেদিনীপুরে খাল থেকে গৃহবধূর বস্তাবন্দি দেহ উদ্ধার
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: খাল থেকে গৃহবধূর বস্তাবন্দি দেহ উদ্ধার। অবৈধ সম্পর্কের জেরে খুন। পূর্ব মেদিনীপুর এর চন্ডিপুর থানার ধর্মখালী এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই গৃহবধূর নাম সোনা দাস (২১)। আজ সকালে ধর্মখালী বামুনের খাল এলাকায় বস্তাবন্দি দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় চন্ডিপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ জানতে পারে ওই গৃহবধূর বাড়ি স্থানীয় নাটেশ্বরী চক এলাকায়। ধর্মখালী এলাকায় বুদ্ধদেব তুং নামে এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক ছিল এই মহিলার। গতকাল রাতে ওই গৃহবধূ বুদ্ধদেবের বাড়িতে যায়। সেখানে বচসা হয় দুজনের মধ্যে। বচসার জেরে গলায় ওড়না ফাঁস দিয়ে ওই বধূকে হত্যা করে। শেষে দেহ বস্তায় ঢুকিয়ে খালের জলে ফেলে দেয় বলে অভিযোগ। পুলিশ ওই গৃহবধূর পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বুদ্ধদেব তুং কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর সব ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত। আরও কেউ জড়িত ছিল কিনা সেবিষয়ে তদন্ত চালাচ্ছে চন্ডীপুর থানার পুলিশ।
No comments