রাজ্য সরকারের ঘোষণা মতো নতুন করে আমফানে ক্ষতিগ্রস্তদের আবেদন জমা নেওয়া হল রায়না-২ বিডিও অফিসে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সুপার সাইক্লোন আমফানে বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা রাজ্য। এই ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছিল অনেক ঘরবাড়ি ও গাছপালা। অপরদিকে পূর্ব বর্ধমান জেলার,রায়না ২ ব্লকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বেশ কয়েকটি বসতবাড়ি। সেইসব ক্ষতির, ক্ষতিপূরণ দেয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যে সমস্ত পরিবার ক্ষতিপূরণের জন্য আবেদন করেননি তাদের জন্য 6 এবং 7 ই আগস্ট নতুন করে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়া হল সারা রাজ্য জুড়ে। সেমত আজ রায়না 2নং ব্লকের বিডিও অফিসেও ক্ষতিপূরণের আবেদন পত্র জমা নেওয়া হলো।
No comments