Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ
দিনাজপুর জেলায় নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ৩ ও ৪ অগাস্ট আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। সেখান থেকে ৩৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তবে বাকি ২০ জন অ্যান্টিজেন ও ট্রুনাট টেস্টের মাধ্যমে পজিটিভ হয়েছেন।

জানা গেছে, নতুন করে আক্রান্ত ৩৩ জনের মধ্যে অধিকাংশেরই ট্রাভেল হিস্ট্রি ও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। এদিনের ৫৩ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬২ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে মোট ১০৮৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন সংক্রামিতদের সেফহাউজে এনে চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

No comments