Recent comments

ads header

Breaking News

বালুরঘাট পুরসভার পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালিত হল

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আজ ১১ ই আগস্ট। আজকের দিনে ভারত মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসু ভারত মায়ের জন্য ফাঁসির কাঠে আত্ম বলিদান করেছিলেন। আর সেই বীর শহীদের আত্ম বলিদান দিবস উপলক্ষে আজ বালুরঘাট শহরের ক্ষুদিরাম মোরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার প্রশাসক শংকর চক্রবর্তী, বালুরঘাট পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অতনু মন্ডল সহ বালুরঘাট পুরসভার অন্যান্য আধিকারিক কর্মীরা। আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদিরাম বসুর পুর্নাবয়ব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত ব্যক্তিবর্গ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি আজ বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষুদিরাম মোরে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন করা হয়।


No comments