বসিরহাটে বন্ধ দোকান ঘর থেকে ব্যবসায়ীর পচা-গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বসিরহাট মহকুমার বসিরহাট থানার ত্রিমোহিনী ১২ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। বছর বাষট্টির সুনীল মণ্ডল, পেশায় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয়ের দোকানের মালিক। ওই ব্যবসায়ীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। রবিবার সন্ধ্যাবেলা দোকান ঘরের মালিক সুজয় দত্ত এর পরিবার বিশেষ প্রয়োজনে ওই দোকানের সামনে আসতেই দোকানের ভেতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। দোকানের মালিক সঙ্গে সঙ্গে বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে দরজা ভেঙে পচা-গলা দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে,কেননা মৃতদেহে পচন ধরে গেছে।কি কারনে ওই ব্যক্তির মৃত্যু , বেশ কয়েক দিন ধরে ওই দোকান বন্ধ ছিল কেন কেউ খোঁজ নিল না?? মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।। পাশাপাশি দোকানের মালিক সুজয় দত্ত কে জিজ্ঞাসাবাদ করার জন্য বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মৃতের পরিবার কে বসিরহাটে আসার জন্য খবর দিয়েছে বসিরহাট থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ। এটা কি খুন?? না আত্মহত্যা?? না অন্য কোন ব্যাপারে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।
No comments