নিউ জলপাইগুড়ি স্টেশনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক চা বিক্রেতার
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক চা বিক্রেতা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে ওই চা বিক্রেতা নিউ জলপাইগুড়ি স্টেশনের প্রবেশ পথের সামনেই কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই দেখে স্থানীয় গাড়ি চালকেরা ছুটে আসেন। এবং এক গাড়ি চালক ত্রিপল দিয়ে চাপা দিয়ে আগুন নেভায়। এরপর তাকে তরীঘরী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করল তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় গাড়ি চালকেরা জানিয়েছেন ওই ব্যক্তি এনজেপি স্টেশনে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। লকডাউনের কারণে গত কয়েকমাস ধরে চায়ের তেমন একটা বিক্রি নেই। যার কারণে অভাবের তাড়নায় ভুগছিলেন ওই ব্যক্তি। এবং সেই কারনেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনুমান। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments