প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি, শোকের ছায়া মিরাটী গ্রাম জুড়ে
রোহিত সেখ, নিউজ অনলাইন,কীর্ণহার, বীরভূম:
প্রাক্তন রাষ্ট্রপতি মৃত্যুর খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়ল মিরাটী গ্রাম সহ কীর্ণহার আশেপাশের গ্রাম।প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর । দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । মাথায় রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন । সেখানে তাঁর কোরোনা সংক্রমণের কথাও জানা যায় ।দিন কয়েক আগে বাথরুমে পড়ে যান । তখনই মাথায় আঘাত লাগে প্রণববাবুর । 10 অগাস্ট তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ।সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । 11 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । চিকিৎসকরা জানান, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় । নিয়মিত রক্ততরলের ওষুধ খেতেন প্রণববাবু, সেই কারণেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে মত ছিল চিকিৎসকদের । একসময় চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করেন তিনি ।আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায় । 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন । 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন । 1980 সাল থেকে 85 সাল পর্যন্ত রাজ্যসভায় নেতা পদে নিযুক্ত ছিলেন । 2004 থেকে 2012 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংসদ ছিলেন । 2019 সালে ভারতরত্ন পান প্রণব মুখোপাধ্যায়।
No comments