Recent comments

ads header

Breaking News

শিলিগুড়িতে গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা এলাকায়

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
রবিবার শহর শিলিগুড়ির ডাবগ্রাম ২নম্বর অঞ্চলে পুর্ব মাঝাবাড়ি এলাকায় এক গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃত গৃহবধূর নাম মামন সাহা। জানা গিয়েছে যে শনিবার রাতে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরেন ওই গৃহবধূ। এরপর এদিন সকালে মেয়ের মৃত্যুর খবর পান গৃহবধূর বাপের বাড়ির লোকজন। এবং এই খবর পেয়ে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় বাপের বাড়ির সদস্যরা। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভক্তিনগর থানা পুলিশ ও আশিঘর ফাঁড়ির পুলিশ। যদি ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ যে খুন করা হয়েছে তাদের মেয়েকে।যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments