শিলিগুড়িতে ২৬ কিলো সোনা সহ গ্রেফতার তিন
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ব্রহ্মপুত্র মেলে অভিযান চালায় ডিআরআই। এরপর সেখানে তিনজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনা। এরপর তাদের গ্রেফতার করে। ধৃতদের নাম সৌরভ শামারাও শিখন্ডে(২৩),সন্দেশ আপা নরালে(২১)এবং শশীকান্ত তানাজী কুটে(২৫)। তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা। ডিআরআই সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে ২৬ কিলো ২৫০ সোনা উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৯ লক্ষ টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনা গুলো মায়নমার থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে। বিচারক তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেন।
No comments