শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে মাথায় দেওয়ার তেল বোঝাই ট্রাক থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার অবৈধ মদ,গ্রেফতার ২
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মোলানিজোত এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি সহেন্দ ভাজন ১০ চাকা ট্রাক আটক করে পুলিশ। সেই ট্রাকটি মাথায় তেল বোঝাই ছিল। এবং ওই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অবৈধ মদ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বিন্দু কুমার(৫০) ও রঞ্জিত রায়(২৫)। দুজনেই বিহারের পাটনার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া মদগুলো আলিপুরদুয়ার জেলার বারোবিসা থেকে বিহারের পাটনায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
No comments