লকডাউন সফল করতে সকাল থেকে কোলাঘাট বিট হাউস থানার পক্ষ থেকে চলছে কড়া নজরদারি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সকাল থেকে শুরু হয়েছে লকডাউন। রাজ্যের বিভিন্ন জায়গার মতোন কোলাঘাট এলাকাতেও যথেষ্ট প্রভাব পড়লো।দোকানপাট বন্ধ।পুলিশি টহলকারী ছিলো চোখে পড়ার মতো।রাস্তায় বেরোনো পথচলতি মানুষদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।অযথা পথে না বেরোনোর আহ্বান করে কোলাঘাট বীটহাউস থানার টহলদারী পুলিশ।সবমিলিয়ে রাস্তাঘাটও একেবারে শুনশান।একপ্রকার বন্ধের চেহারা নিয়েছে কোলাঘাট শহরজুড়ে।
No comments