একদিকে লকডাউন তার উপর বৃষ্টি, তাতে কি হয়েছে, আড্ডা চলছে চলবে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: মারণ ভাইরাস করোনাকে ঠেকাতে যখন সারা বিশ্ব জুড়ে মানুষ হিমশিম খাচ্ছে, তখন লকডাউন, মাস্ক, সামাজিক দূরত্ব, স্যানিটাইজ ইত্যাদিই আপাতত ঢাল হিসেবে কাজ করছে। তারই অঙ্গ হিসেবে বেশ কয়েক মাস আমাদের দেশ জুড়ে চলেছে লকডাউন। এমনকি এখনও পশ্চিমবঙ্গে এই মাসে বেশ কয়েকদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু এত প্রচার সত্বেও, মানুষের আড্ডা আছে আড্ডার জায়গায়। চলতি মাসের ২০ তারিখে রাজ্য সরকারের ডাকা লকডাউনের মধ্যেও দেখা গেল একই চিত্র। উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া গান্ধী মোড়ে দেখা গেল সেই চেনা আড্ডার ছবি। একদিকে লকডাউন সাথে আবার বৃষ্টি, তো কি হয়েছে? আড্ডা চলছে চলবে। তবে বেশ কিছুক্ষণ পরে বীজপুর থানার পুলিশকে দেখা গেল কাঁচরা পাড়ার রাজপথে লাঠি হাতে নেমে বিনা প্রয়োজনে রাস্তায় বেরোনো মানুষকে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে। কিন্তু বারবার পুলিশকে কেন রাস্তায় নামতে হবে? আমরা নিজেরা কবে একটু সচেতন হব?
No comments