Breaking News

দিল্লি থেকে কলকাতায় ফিরে জেলা সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
মঙ্গলবার সকালে দিল্লি থেকে কলকাতা ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজধানী এক্সপ্রেসে হাওড়া নেমে সোজা নিউটাউনের যোধ ভীমের বাড়িতে চলে আসেন দিলীপ ঘোষ। তারপর একে একে নিউটাউনের বাড়িতে আসেন বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয়, মুকুল রায় এবং হাওড়া সদর বিজেপি সভাপতি, হাওড়া গ্রামীন বিজেপি সভাপতি, আরামবাগের জেলা সভাপতি, শ্রীরামপুর জেলা সভাপতি সহ বিভিন্ন জেলার সভাপতি ও বিজেপি নেতৃত্ব। বেশ কয়েক ঘন্টা ধরে সংগঠিনক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এভাবেই বিভিন্ন জেলা সভাপতি ও জেলা বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, ২৬ আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন জেলা বিজেপির নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠক।

আজ সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

No comments