দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডলের বাড়িতে দুষ্কৃতী হামলা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডলের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায়। ঘটনার পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের শ্রমিক নেতা মজিররুদ্দিন মন্ডলের। অভিযোগ মঙ্গলবার গভীর রাত্রে দুষ্কৃতীরা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মজিররুদ্দিন মন্ডলের বাড়িতে বোমা ছোড়ে। ঘটনায় ভেঙে যায় টিনের চাল সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।বুধবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা সহ জেলা জুড়ে। ঘটনার পরে বুধবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিররুদ্দিন মন্ডল।ঘটনার পর এলাকায় দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
No comments