প্রনব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পূজার্চনা করল মহিষাদলের প্রঞ্জানানন্দ স্মৃতি রক্ষা সমিতির সদস্যরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পূজার্চনা করল মহিষাদলের প্রঞ্জানানন্দ স্মৃতি রক্ষা সমিতি প্রতিনিধিরা। এদিন সকাল থেকে পূজার্চনা মধ্যদিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির মঙ্গল কামনা করা হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনববাবুর রাজনৈতিক উত্থান হয়েছিলো মহিষাদল থেকে। তাই মহিষাদলের মানুষ চাইছে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। তাঁহার হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে। বাকী কাজ করার জন্য তাঁহার প্রয়োজন রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে প্রনববাবুর সুস্থতা কামনা করা হয় যুবক থেকে বয়স্করা।
No comments