করোনা আবহে মাস্কে জাতীয় পতাকার প্রতীকী ব্যবহার,জাতীয় পতাকার অবমাননার প্রশ্নে সরব তৃণমূল ও বিজেপি
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
স্বাধীনতা দিবস আসন্ন। করোনা আবহে অন্য মাস্কের সাথে জাতীয় পতাকার প্রতীক সহ মাস্কের ব্যবহার বেড়েছে। মাস্কের দোকানে শোভা পাচ্ছে জাতীয় পতাকা সমেত মাস্ক। বিক্রিও হচ্ছে দেদার ।
আর এখানেই এক মঞ্চে তৃণমূল বিজেপি। উল্লেখযোগ্য ভাবে মাস্কে জাতীয় পতাকার অবয়ব ও প্রতীকী ব্যবহারকে অবমাননা মনে করছে তৃণমূল ও বিজেপি। আর মাস্কে জাতীয় পতাকার ব্যবহার রুখতে তৃণমূল ও বিজেপির অবস্থান একমেরুতে। সরব বিজেপি, জাতীয় পতাকা সমেত পতাকা বিক্রির বিরুদ্ধে উদ্যোগী তৃণমূল নেমেছে পথে। করোনা আবহেও তাৎপর্যপূর্ণ ভাবে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ রাজ্যের শাসক দল ও বিরোধীরা। উত্তর চব্বিশ পরগণার বারাসাতে বুধবার দুপুরে বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক সুনীল মুখার্জী যখন পথে নেমে মাস্কের দোকানে যখন পরিদর্শন করছেন তখন বিজেপির বারাসাত জেলা সভাপতি শংকর চ্যাটার্জী গণমাধ্যমের সামনে তীব্র আপত্তি তুললেন মাস্কে জাতীয় পতাকা বা তার প্রতীক ব্যবহারের বিরুদ্ধে। তৃণমূল নেতা সুনীল মুখার্জী দোকানে দোকানে ঘুরে জাতীয় পতাকার প্রতীক থাকা মাস্ক বিক্রি করতে বারণ করলেন। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মাস্কের দোকান থেকে বিক্রি হয়ে গেছে এরকম প্রচুর মাস্ক। এক বিক্রেতা অসীম দত্ত জানালেন দুশো জাতীয় পতাকার প্রতীক ও অবয়ব সহ মাস্ক তুলেছিলেন বিক্রির জন্য। প্রায় সব বিক্রি হয়ে গেছে। তৃণমূলের সুনীল মুখার্জী ও বিজেপির শংকর চ্যাটার্জী অবশ্য একমত,ব্যবহারের পরে জাতীয় পতাকার প্রতীক যুক্ত মাস্ক রাস্তায় পড়ে থাকতে পারে যা দেশের প্রতি অবমাননা।
No comments