পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ অস্থায়ী কর্মী সমন্বয় মঞ্চের তমলুক ডিভিশনের ব্যবস্থাপনায় কর্মীসভা অনুষ্ঠিত হলো
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শনিবার কোলাঘাটে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ অস্থায়ী কর্মী সমন্বয় মঞ্চের তমলুক ডিভিশনের ব্যবস্থাপনায় কর্মীসভা অনুষ্ঠিত হলো।বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের একগুচ্ছ দাবীদাওয়া নিয়ে অরাজনৈতিক ভাবে এই কর্মীসভা অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে।এদিনের সভায় বেতন নিয়ে বৈশম্য,সরকারী ছুটি দেওয়া,কাজের স্থায়ীকরন,সুরক্ষা সরঞ্জাম প্রদান করা,পি এফ ও ই এস আই প্রদান সহ একগুচ্ছ দাবী নিয়ে এদিনের এই কর্মীসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রঙ্গলাল দে,আতাউর রহমন,শুভেন্দু ধাড়া,শৈলপতি অধিকারী,নিমাই দিন্ডা,সঞ্জয় সেনাপতি সহ বিশিষ্টজনেরা।
No comments