বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে জেলায় ফিরে সম্বর্ধনার জোয়ারে ভাসল বিপ্লব মিত্র
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর জেলাতে ফিরতেই সংবর্ধনা জোয়ারে ভাসলো বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র।এদিন দলীয় কর্মীদের পক্ষ থেকে বাজি পটকা ফাটিয়ে,আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে বিপ্লব মিত্রকে সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকেরা। মঙ্গলবার গঙ্গারামপুরে পৌঁছাতেই কালিতলা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দলীয় কর্মীদের পক্ষ থেকে বের করা হয়েছিল এক অভিনন্দন যাত্রার।অভিনন্দন যাত্রাটি গোটা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে শেষ হয় নিউ মার্কেটে গিয়ে। সেখানে দলীয় কর্মীদের পক্ষ থেকে পুষ্পস্তবক ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার বর্ষিয়ান নেতা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে।প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভুরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নেয় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে নতুন জেলা সভাপতি করেছিলেন অর্পিতা ঘোষকে। ঘটনার পরেই অভিমানে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ মোট ১০জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা একদা তৃণমূলের একনিষ্ঠ কর্মী বিপ্লব মিত্র। বিজেপিতে যোগদান করলেও বিজেপিতে তেমন কোন জায়গা করতে পারেনি বিপ্লব মিত্র। এবং ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান দলত্যাগী তৃণমূল কর্মীরা। এদিকে বিজেপিতে থেকে কার্যত কোনঠাসা হয়ে পড়েছিলেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র । বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদানের দীর্ঘ এক বছর পরে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও রদবদল ঘটে তৃণমূল কংগ্রেসের।রদবদলের মাধ্যমে জেলা সভাপতি অর্পিতা ঘোষকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয় গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাসকে।ঘটনার সাতদিন কাটতে না কাটতেই গত শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র।কলকাতায় তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চ্যাটার্জীর হাত ধরে ও জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস,রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ফিরেছেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র। যোগদানের পর মঙ্গলবার কলকাতা থেকে জেলায় ফেললেন বিপ্লব মিত্র জেলাতে ফিরতেই সংবর্ধনা জোয়ারে ভাসল বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র।
No comments