অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে বালুরঘাটে বিজেপি যুব মোর্চার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: অযোধ্যায় যখন রামলালার দর্শন সেরে প্রধানমন্ত্রী ১৩০ কোটি ভারতবাসীর পক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনকে স্মরনীয় করে রাখতে বৃক্ষ রোপন করলেন। ঠিক তখন বালুরঘাটেও এই ভুমি পুজোকে স্মরনীয় করে রাখতে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে করা হলো বৃক্ষ রোপন।এছাড়াও শহর ও গ্রাম থেকে আজকাল সবুজ যেন ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। কখনও রাস্তা সম্প্রসারণের নামে, কখনও উন্নয়নের নামে, কখনও বাড়ি তৈরির অজুহাতে। সব ক্ষেত্রেই বলি হচ্ছে একমাত্র গাছ। কিন্তু এটাও সকলে জানেন, গাছ ছাড়া কিছু বেঁচে থাকবে না। পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজার রাখে একমাত্র গাছ। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে বৃক্ষনিধন যজ্ঞ চলছেই। রামমন্দিরের ভূমি পুজোকে স্মরনীয় করে রাখবার পাশাপাশি আগামী ভবিষৎ প্রজনমের জন্য সুস্থ্য সুন্দর পরিবেশের কথা মাথায় রেখে আজ জেলা জনতা যুব মোর্চার পক্ষ থেকে শহরের কল্যানী ঘাট এলাকার ১১ টি জায়গায় বৃক্ষের চারা রোপন করা হয়।
পরে জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত জানান এই দিনটিকে স্মরনীয় করে রাখতে ও নির্বিচারে ধ্বংস করা সবুজ ফিরিয়ে আনতে কিছুটা অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।
No comments