অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্টা উপলক্ষ্যে বালুরঘাটে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রামের পুজো করা হয় আত্রেয়ী নদীর পাশে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: রাম মন্দিরের ভূমি পুজাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আজ সন্ধ্যায় অযোধ্যা জুড়ে শুরু হয়ে গেছে অকাল দীপাবলি। আগামীকাল বহুপ্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দির নির্মাণ কার্যের শিলান্যাস হতে চলেছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আজ সন্ধ্যায় অযোধ্যার দীপাবলীর সাথে সামঞ্জষ্য বজায় রেখে দক্ষিন দিনাজপুর জেলা ভারতীয় জনতা যুব মোর্চা বালুরঘাট নগর মন্ডলের কমিটির উদ্যোগে বালুরঘাট শহরের আত্রাই নদীর কল্যানী ঘাটের তীরে প্রদীপ প্রজ্জ্বলন করার পাশাপাশি শ্রীরামচন্দ্রের পুজো আরাধনা করা হয়।যুব কর্মী সমর্থকদের জয়শ্রীরাম ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর কল্যানী ঘাট। আজকের এই প্রদীপ প্রজ্জলন ও রামচন্দ্রকে পুজোতে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার,জেলা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য জেলা ও মন্ডল নেতৃত্ব বর্গ।
No comments