দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক অফিসে পালিত হল কন্যাশ্রী দিবস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আজ ১৪ ই আগস্ট। সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। প্রতিবছর এই দিনটি সাড়ম্বরে সারা রাজ্য জুড়ে পালিত হয়। কিন্তু করোনা সংকটের জেরে এই বছর এই বছর সেই ভাবে পালিত হয়নি কোথাও কন্যাশ্রী দিবস। তবুও কন্যাশ্রী দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বরভাবে পালিত হল কন্যাশ্রী দিবস। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসকদ্বয় প্রণব কুমার ঘোষ, রঞ্জন কুমার ঝা, কন্যাশ্রী নোডাল অফিসার মহাদ্যুতি অধিকারী সহ অন্যান্য আধিকারিকরা। আজকের অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিষয়ে কৃতি কন্যাশ্রীদের সম্মানিত করা হয়। পাশাপাশি কন্যাশ্রী বিষয়ে ভালো কাজ করার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি স্কুল ও কলেজকেও সম্মানিত করা হয়।
No comments