Recent comments

ads header

Breaking News

জেলা ভলেন্টিয়ার ব্ল্যাড ডোর্নাস এসোসিয়েশনের উদ্যোগে বালুরঘাটে আয়োজিত হল রক্তদান শিবিরের

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  জেলা ভলেন্টিয়ার ব্ল্যাড ডোর্নাস এসোসিয়েশনের উদ্যোগে বালুরঘাটে এক স্বেছায় রক্তদান শিবিরের মধ্যমে পালিত হল  ৪০ তম  ফুটবল প্রেমী দিবস।

করোনা অতিমারির মধ্যেও জেলা রেডক্রস সহযোগীতায় তাদের  বিল্ডিংয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রক্তদাতারা উপস্থিত হয়ে তারা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন।

১৯৮০ সালের ১৬ আগষ্ট কলকাতার  ইডেন গার্ডেনসে মোহনবাগান বনাম ইষ্টবেংগলের খেলা চলাকালীন গন্ডোগোলের জেরে গ্যালারীতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পদপৃষ্ট হয়ে মারা যান ১৬ জন ক্রীড়া প্রেমী মানুষ।  এই ১৬ জন ক্রীড়া প্রেমীর মধ্যে বালুরঘাট ও হারিয়েছিল সাহেব কাছাড়ির বাসিন্দা সনৎ বসুকে।  ১৯৮১ সাল থেকে এই দিনটিকে স্মরন করেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যমে  শুরু হয়ে আসছে  ফুটবল প্রেমী দিবস।  ৪০ এ পা রাখা  এই দিবসটির একটাই বার্তা, " খেলা নিয়ে যেন আর কাউকে পিতৃহারা হতে না হয়। আর যেন কোন মায়ের কোল খালি না হয়"। খেলা যেন খেলাই থাকে।

No comments